টেকনিক্যাল

চীন-যুক্তরাষ্ট্রের মাঝে যতই দ্বন্দ থাকুক, একটা জায়গাতে তারা দুজনেই পরস্পরের প্রতি নির্ভরশীল; বিশেষ করে যুক্তরাষ্ট্র। সেটা হলো ‘রেয়ার আর্থ ইলিমেন্টস’ (Rare Earth Elements)- REE

চীন-যুক্তরাষ্ট্রের মাঝে যতই দ্বন্দ থাকুক, একটা জায়গাতে তারা দুজনেই পরস্পরের প্রতি নির্ভরশীল; বিশেষ করে যুক্তরাষ্ট্র। সেটা হলো ‘রেয়ার আর্থ ইলিমেন্টস’ (Rare Earth Elements)- REE

আমেরিকা প্রতিবছর চীন থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের রেয়ার আর্থ ইলিমেন্টস ইমপোর্ট করে

২০২০ এর এক জরীপে দেখা যায়, রেয়ার আর্থ ইলিমেন্টেসে ওয়ার্ল্ড প্রোডাকশনের ৯০% চীনের দখলে। এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, জাপান, ইন্ডিয়া, গ্রিনল্যান্ড, তানজানিয়া মিলে বাকি দশ পার্সেন্ট কাভার করে।

কিন্তু রেয়ার আর্থ ইলিমেন্টস নামক এই অদ্ভুত জিনিসটা আসলে কি?

সিরিয়াম (Ce), ডাইসপ্রসিয়াম (Dy), অরবিয়াম (Er), ইউরোপিয়াম (Eu), গাডুলিনিয়াম (Gd), হোলমিয়াম (Ho), লেন্থানাম (La), লিউটিটিয়াম (Lu), নিওডাইমিয়াম (Nd), প্র্যাসিওডাইমিয়াম (Pr), প্রোমেথিয়াম (Pm), সামারিয়াম (Sm), স্ক্যান্ডিয়াম (Sc), টার্বিয়াম (Tb), থুলিয়াম (Tm), ইউটারবিয়াম (Yb), এবং ইউটিট্রায়াম― এই ১৭টি মৌলিক পদার্থকে Rare-earth element (REE) বা Rare-earth metal (REM) বলে

রেয়ার আর্থ ইলিমেন্টস মূলত উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বক, ক্যাটালিস্ট হিসাবে, সংকর ধাতু হিসাবে, কাচ শিল্পে এবং বিশেষ করে ইলেকট্রনিক শিল্পে এগুলো ব্যবহৃত হয়। তাছাড়া গাড়ির ইলেকট্রিক মটর, উইন্ড টারবাইন, হার্ড ডিস্ক ড্রাইভ, পোর্টেবল ইলেক্ট্রনিক্স, যেমন মোবাইল ফোন, মাইক্রোফোন, স্পিকার ইত্যাদি অর্থাৎ সব ধরণের ইলেক্ট্রনিক যন্ত্রপাতি নির্মাণে এইগুলি ব্যবহৃত হয়। যেমন-

স্ক্যান্ডিয়াম

সুপার অ্যালয়, আল্ট্রা লাইট এরোস্পেস কম্পনেন্টস, এক্স-রে টিউব, বেসবল ব্যাট, লাইট এবং সেমিকন্ডাক্টর ইক্যুইপমেন্ট তৈরিতে।

ইট্রিয়াম

সিরামিক, মেটাল, রিচার্জেবল ব্যাটারি, টিভি ফসফর এবং হাই সুপারকন্ডাক্টর কম্পোনেন্ট তৈরিতে ব্যবহৃত হয়।

ল্যান্থানাম

ব্যাটারি, অপটিক্যাল গ্লাস, ক্যামেরা লেন্স, রিইফাইনিং ক্যাটালিস্ট সহ বিভিন্ন কিছু তৈরিতে ব্যবহৃত হয়।

সেরিয়াম

ক্যাটালিস্ট, মেটাল অ্যালয়, রেডিয়েশন সেইলডিং, ওয়াটার পিউরিফায়ার তৈরিতে ব্যবহার করা হয়।

প্রাসিওডিয়ামিয়াম

ম্যাগনেট, লেজার এবং ক্রায়োজেনিক রেফ্রিজারেন্ট তৈরিতে ব্যবহার হয়।

নিওডিয়ামিয়াম

হাই স্ট্রেন্থ পার্মানেন্ট ম্যাগনেট, লেজার, ইনফ্রারেড ফিল্টার, হার্ড ডিস্ক ড্রাইভ তৈরী করতে ব্যবহৃত হয়।

সামারিয়াম

হাই টেম্পারেচার ম্যাগনেট, নিউক্লিয়ার রিয়্যাক্টর কন্ট্রোল রড এন্ড শিল্ডিং, লেজার, মাইক্রোওয়েভ ফিল্টারে ব্যবহৃত হয়।

ইউরোপিয়াম

লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ফ্লুরোসেন্ট লাইটিং, লাল এবং নীল ফসফর তৈরিতে ব্যবহার হয়।

গ্যাডোলিনিয়াম

ম্যাগনেটিক রিসনেন্স ইমেজিং কনট্রাস্ট এজেন্ট, মেমরি চিপস, নিউক্লিয়ার রিঅ্যাক্টর শিল্ডিং, কমপ্যাক্ট ডিস্ক তৈরিতে ব্যবহার হয়।

টার্বিয়াম

গ্রীন ফসফর, লেজার, ফ্লুরোসেন্ট ল্যাম্প, অপটিক্যাল কম্পিউটার মেমোরিসের কাজে ব্যবহৃত হয়।

ডিসপ্রোসিয়াম

পার্মানেন্ট ম্যাগনেট, লেজার, ক্যাটালিস্ট, নিউক্লিয়ার রিয়্যাক্টরে ব্যবহার হয়।

হলমিয়াম

লেজার, নিউক্লিয়ার রিয়্যাক্টর, ক্যাটালিস্ট, ম্যাগনেটে ব্যবহৃত হয়।

এর্বিয়াম

লেজার, ভ্যানডিয়াম স্টিল, ইনফ্রারেড শোষণকারী চশমা, অপটিক্যাল ফাইবার তৈরি করতে অত্যন্ত প্রয়োজন।

থুলিয়াম

পোর্টেবল এক্স-রে মেশিন, মাইক্রোওয়েভে থুলিযাম ব্যবহৃত হয়।

টারবিয়াম

ইনফ্রারেড লেজার, কেমিক্যাল রিডিউসিং এজেন্ট, রিচার্জেবল ব্যাটারি, ফাইবার অপটিক্স তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।

লুটেটিয়াম

পিইটি স্ক্যান ডিটেক্টর, সুপারকন্ডাক্টর, হাই রিফ্র্যাক্টিভ ইনডেক্স গ্লাস এবং এক্স-রে ফসফরে।

REE ইমপোর্ট করতে যুক্তরাষ্ট্র এখনও অব্দি চীনের ইউজফুল সাবস্টিটিউট খুঁজে পায়নি। আর তাই শত শত্রুতা থাকলেও বাণিজ্যের এই জায়গায় যুক্তরাষ্ট্র এখনও ধরাশায়ী।

লেখকের ফেসবুক পোস্ট

Hi, I’m শাফিন রহমান

Leave a Reply