আশা মানুষকে প্রেরনা দেয়
আশা মানুষকে প্রেরনা দেয়। দুর্বল মানুষের আশাই ভরসা। এই কারনে প্রচন্ড অনিয়মের মাঝেও সে আশা দেখতে ভালবাসে যে, একদিন সব নিয়মে ফিরবে।
ইতিহাস বলে অনিয়ম উচ্ছৃঙখল যে কোন দুই পরিনতির একে পর্যবেশিত হয়। হয়তো নিয়মে পরিবর্তিত হয় নয়তো বিলুপ্ত হয়।
এই কারনে যখন দেখি জালেমের জুলুম বেড়ে গেছে, আশান্বিত হই যে, এর ধ্বংশের সময় হয়ে গেছে। হয় সে ধ্বংশ হবে নয়তো ইনসাফকারীতে পরিনত হবে। ইতিহাসে চোখ বুলালে অতীত-বর্তমানের এরকম অনেক ঘটনা পাওয়া যায়।
জালেমের জুলুম বেড়ে গেছে?
অত্যাচারীর অত্যাচার বেড়ে গেছে?
দুর্নীতিবাজের দুর্নীতি বেড়ে গেছে?
মিথ্যাবাদির মিথ্যা বেড়ে গেছে?
আশাবাদী হন, সমাধান সন্নিকটে।
রাত যত গভীর হয়, প্রভাত তত নিকটে আসে।