যুদ্ধসমসাময়িক

Indian Army এর পূর্বাঞ্চলীয় কমাণ্ড নর্থ-ওয়েস্টার্ন বাংলাদেশকে তিন দিক হতে কর্ডন করেছে।

Indian Army এর পূর্বাঞ্চলীয় কমাণ্ড নর্থ-ওয়েস্টার্ন বাংলাদেশকে তিন দিক হতে কর্ডন করেছে।

আমাদের নর্দার্ন বাংলাদেশের ডিফেণ্ডার, ৬৬ পদাতিক ডিভিশনের গ্যারিসন হতে আনুমানিক ১৪৮ কিলোমিটার ডানে বামুনিতে স্টেশন স্থাপন করেছে Indian Army, Eastern Command এর একটি ফর্মেশন।

রংপুর অঞ্চলের বামে ঠাকুরগাঁও সীমান্তের ওপারে কিশানগঞ্জে চালু হয়েছে ওদের দ্বিতীয় ঘাঁটি। যার সক্ষমতা সম্পর্কে কোনো রিপোর্ট বর্তমান সময়ে পাওয়া সম্ভব হয়নি।

সবশেষে পঞ্চগড়ের ঠিক ওপরের চোপড়ায় Eastern Command এর পক্ষ হতে Chopra Defence Land (CDL) স্থাপন করা হয়েছে।

চোপড়ায় মোতায়েন হওয়া ইঊনিট বা ফর্মেশনের আগমন 17 Corps হতে। যাদের আকার ও অবজেক্টিভ ইণ্ডিয়ান আর্মির অন্যান্য কর্পস হতে ভিন্ন। আলোচ্য কর্পসটি একটি মাউন্টেন স্ট্রাঈক কর্পস। যাদের গড়ে তোলা হয়েছিল চীনের সাথে যুদ্ধের সময়ে Line of Actual Control (LAC) ‘তে চায়নিজ আর্মি লাইনের ওপর কাঊন্টার অফেন্সিভ লঞ্চ করে People’s Liberation Army Ground Force (PLAGF) এর সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সাধনের লক্ষ্য নিয়ে।

17 Corps ‘কে পূর্বাঞ্চলীয় কমাণ্ড ডিফেণ্ডার ফর্মেশন হিসাবে মোতায়েন করে না। থিয়েটারে আগ্রাসন পরিচালনার লক্ষ্য থাকলে তখন তাদের ডেপ্লয় করা হয়। সুতরাং, পঞ্চগড়ের ঠিক মাথার ওপরে ওদের মোতায়েন করার লক্ষ্য কি স্রেফ হুমকির বার্তা নাকি আগ্রাসনের প্রস্তুতি, তা একটি প্রশ্ন বটে।

ধন্যবাদ।

ফেসবুক পোস্ট

Hi, I’m Revan M

self-proclaimed defence analyst. tracking conflict in SA, MENA & Eastern Europe. Muslim. Fairbanks, Alaska

Leave a Reply