যুদ্ধসমসাময়িক

সাহেল অঞ্চলের মালি থেকে রাশান Africa Corps বীভৎস একটি ছবি Social Media ‘তে পাবলিশ করেছে।

সাহেল অঞ্চলের মালি থেকে রাশান Africa Corps বীভৎস একটি ছবি Social Media ‘তে পাবলিশ করেছে।

সেখানে Africa Corps এর হাতে নিহত অজানা একজন মানুষের লাশের নিম্নাংশ দৃশ্যমান ছিল। লাশের বাকি অংশের দেখা যেখানে কোথাও মিলেনি। সাহেলের বিভিন্ন দেশের নাগরিকেরা অভিযোগ করছেন যে, Africa Corps তাদের দেশে আগমনের পর হতে সেখানে Organ Trafficking মারাত্মক আকারে বেড়ে গিয়েছে। আরব, ফুলানি, তুয়াঁরেগ জাতির মানুষেরা যেখানে ওদের শিকারে পরিণত হচ্ছেন।

অনুমান করা যায় যে, আলোচ্য জাতির মানুষদের হত্যা করে তাঁদের লাশের বিভিন্ন অর্গান নিয়ে ব্লাক মার্কেটে বিক্রি করছে ওরা। Africa Corps মূলত PMC Wagner Group এর পরিবর্তিত নাম। নাম পরিবর্তনের যে পদক্ষেপের পেছনে ছিল রাশিয়ার Ministry of Defence।

মালি সহ সাহেলের দেশে দেশে United Nations Designated Terrorist Organization Jama’at Nusrat ul-Islam wal-Muslimin (JNIM) এর জনপ্রিয়তা আচমকা আকাশছোঁয়া হওয়ার পেছনে Africa Corps এর দায় অনেক বেশি। Clandestine Supply Route স্থাপন করতে গিয়ে ও আরো নানান রকমের গোপনীয় তৎপরতা পরিচালনা করতে গিয়ে ওরা স্বয়ং আফ্রিকা মহাদেশকে অপরাধের স্বর্গে পরিণত করেছে। যেখানে মানুষ শুরুতে ওদের NATO এর শোষণের আধিপত্য হতে মুক্তির উপায় বলে ধরেছিল, সেখানে এখন ওরা মহাদেশের মাটিতে দস্যূতা ও সন্ত্রাসের অপর নামে পরিণত হয়েছে। সুদানের ভূমিতে জাঞ্জাঊইদ তথা Rapid Support Forces (RSF) কে বীভৎস গণহত্যায় সমর্থন দেওয়া থেকে শুরু করে মালি ও আফ্রিকার আরো দূর দিগন্তে মানুষের Organ Harvesting এর মতো ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িত হওয়ার মধ্য দিয়ে ওরা আজ পরিণত হয়েছে আফ্রিকার সাধারণ মানুষের চোখে নরখাদক দানবে।

আজ মালির রাজধানী ও চতুর্দিকের ১১টি দেশের মাটিতে বিনা কারণে JNIM মরুঝড়ের আকার ধারণ করেনি। মালির সরকারি সামরিক বাহিনী Forces Armées Maliennes (FAMA) মালির বর্তমান পরিস্থিতির জন্য PMC Wagner কে মারাত্মক ভাবে দায়ী করে থাকে। আলোচিত রাশান PMC এর স্বয়ং মালির সশস্ত্র বাহিনীর সেনাদের ওপর অকথ্য নির্যাতন পরিচালনার ঘটনা এখন নিয়মিত। অথচ মালির সামরিক বাহিনী সেখানে তাদের মিত্র ও পার্টনার ফোর্স। যাদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দিয়ে মালির ভূমিতে রাখা হয়েছে রূশ মার্সেনারিদের।

“These people are scum, they come from prisons, they have done unspeakable things.”

কথাটি বলেছিলেন মালির সামরিক বাহিনীর সাথে যুক্ত একজন কর্মকর্তা।

ইঊক্রেনের মাটিতে যুদ্ধ আরম্ভের পর PMC Wagner যখন রাশিয়ার বিভিন্ন জেল থেকে হত্যা, ধর্ষণ, অপহরণ ও ডাকাতির মতো নানান জঘন্য অপরাধ করে সাজা পাওয়া অপরাধীদের নিজেদের কাতারে নিতে শুরু করে, তখন হতে আলোচ্য সমস্যা মারাত্মক আকারে বৃদ্ধি পেতে থাকে। কারণ, ওসব আসামির মাঝে যারা ইঊক্রেনের যুদ্ধ থেকে বেঁচে ফিরতে সমর্থ হয়েছিল, রাশিয়ার GRU তাদের ওয়াগনারের সাথে আফ্রিকার মাটিতে পাঠাতে শুরু করে। যার ফলাফল আজ দৃশ্যমান।

FAMA এর পার্টনার হওয়ার কারণে PMC Wagner এর অপরাধ তখন হতে মালির সামরিক বাহিনীর নামের সাথে যোগ হয়ে যায়। তখন হতে স্বাভাবিক কারণেই অত্র অঞ্চলের সাধারণ মানুষ রাশানদের প্রতিপক্ষকে নিজেদের আপন করে নিয়েছে।

ধন্যবাদ।

ফেসবুক পোস্ট

Hi, I’m Revan M

self-proclaimed defence analyst. tracking conflict in SA, MENA & Eastern Europe. Muslim. Fairbanks, Alaska

Leave a Reply