বিবিধ

কেমন ছিলো তাদের সে দিনের অনুভূতি!

কেমন ছিলো তাদের সে দিনের অনুভূতি!

মুয়াজ বিন জাবাল (রাঃ) কি সেই রাতে ঘুমাতে পেরেছিলেন? যেদিন রাসুলুল্লাহ (সাঃ) তাকে বলেছিলেন, “আল্লাহর শপথ হে মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি!”

আব্দুল্লাহ বিন ওয়াইস কি সে দিন কৃতজ্ঞতায় মাটিতে লুটে পড়েছিলেন? যে দিন রাসুলুল্লাহ(সাঃ) তাকে আপন লাঠি মোবারক হাতে দিয়ে বলেছিলেন, “হে আব্দুল্লাহ, এই লাঠি দ্বারা আমি তোমাকে জান্নাতে চিনে নিবো!”

“বিলাল, তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি”! মেরাজ থেকে এসে রাসুলুল্লাহ (সাঃ)’র এ কথা শুনার পর বিলালের কি খুশিতে আকাশে উড়তে মন চেয়েছিলো?

রাসুলুল্লাহ (সাঃ) যেদিন আম্মাজান খদিজা (রাঃ) কে বলেছিলেন; “হে খাদিজা, মহান আল্লাহ তায়ালা তোমাকে সালাম জানিয়েছেন!”

এ কথা শুনার পর আম্মাজান নিজ কানকে বিশ্বাস করতে পেরেছিলেন?

আবু বকর রাদিআল্লাহু কি সেই দিন আনন্দে আত্মহারা হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করেছিলেন?

যে দিন রাসুলুল্লাহ (সাঃ) তাকে বলেছিলেন, “হে আবু বকর, আল্লাহ আমাকে ওহী নাযিল করে বলেছেন, “হে নবী আপনি আপনার সঙ্গী আবু বকরকে জানিয়ে দিন আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। সে কি আমার প্রতি সন্তুষ্ট?”

রাসুলুল্লাহ (সাঃ) ওবাই বিন কা’ব (রাঃ) কে যখন বলেছেন, “ওবাই, আল্লাহ তায়ালা আমাকে বলেছেন আমি যেন তোমাকে কোরআন পাঠ করে শুনাই।”

ওবাই বিন কা’ব বললেন, “ইয়া রাসুলুল্লাহ (সাঃ),

আল্লাহ তায়ালা কি আমার নাম ধরে বলেছেন”?

রাসুলুল্লাহ (সাঃ) বললেন, “হ্যা, তোমার নাম ধরেই বলেছেন”” এ কথা শুনে ওবাই কাঁদলেন। অঝোর ধারায় কাঁদলেন। কাঁদতে কাঁদতে আনন্দাশ্রুতে বুক ভাসালেন।

কেমন ছিলো সে দিন ওবাই (রাঃ)’র অনুভূতি!

আচ্ছা, রাসুলুল্লাহ (সাঃ) এর এই কথা শুনার পর বাকি জীবনের কোনো দুঃখকে তাদের দুঃখ মনে হয়েছিলো?

কবি আবুল ফারেজ আল হামাদানী খুব চমৎকার করে বলেছেন,

আপনার সামান্য ভালোবাসা যদি আমার অর্জিত হয় তবে এ জীবনের সব কিছুই তুচ্ছ।

মাটির উপর যা কিছু আছে তা মাটি সমতুল্য।

Hi, I’m মেহেদী জামান

Leave a Reply